• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিমান-সমুদ্র যোগাযোগ জোরদার করতে আগ্রহী ঢাকা-কলম্বো

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

বাংলাদেশ ও শ্রীলঙ্কার জনগণের বৃহত্তর সুবিধার জন্য ঢাকা ও কলম্বো বিমান ও সমুদ্র যোগাযোগ আরও জোরদার করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক গামিনি লক্ষ্মণ পেইরিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এই অভিমত প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রী পরিষদের (কম) ২১তম বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ১৫ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফরে আছেন। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পিটিএ দ্রুত পরিসমাপ্তি এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং শ্রীলঙ্কার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিক মেরিন সায়েন্সেস-এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ অন্বেষণের অঙ্গীকারও করেন তারা।

উভয় মন্ত্রীই আইওআরএ-এর আওতায় চলমান সহযোগিতা, সামুদ্রিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা,  সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক সম্পদের অতিরিক্ত শোষণ প্রতিরোধের কথা উল্লেখ করেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং একে তিনি চমৎকার বলে অভিহিত করেন। যা ঐতিহাসিক সম্পর্ক, বন্ধুত্ব এবং দৃষ্টিভঙ্গির অভিন্নতা এবং সমৃদ্ধির ভাগ করা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সৃষ্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ বছর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের রাষ্ট্রীয় সফর স্মরণ করে তিনি উল্লেখ করেন, এটি দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে অবদান রেখেছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বাণিজ্য ও বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, যোগাযোগ, কৃষি, মৎস্য, শিক্ষা এবং জনগণের সঙ্গে যোগাযোগে আরও সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

তিনি বাংলাদেশের দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ই-কমার্স, ডিজিটাল খাতে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন। ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান জানান।