• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডিজিটাল আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য নয়: আইনমন্ত্রী

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৫ মে ২০২২  

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এ বিষয়ে তিনি বলেছেন, তবে মামলা এস্টাবলিশ হলে বা কোর্ট যদি মনে করে যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, তাহলে সে রকম পদক্ষেপ নেবে। আর যদি মনে করে যে, না সমন জারি করলেই যথেষ্ট তাহলে সমন জারি করবে। কিন্তু তাই বলে ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল প্রজেক্ট’ হবে, এটা কোনোভাবে আমি সমর্থন করবো না।

মঙ্গলবার (২৪ মে) রাতে রাজধানীর বনানীতে হোটেল পার্লে সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানে বলেছিলেন বাক-স্বাধীনতা হরণ করা যাবে না। তিনি সংবিধানে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন। এগুলো মানুষের মৌলিক অধিকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাকস্বাধীনতায় বিশ্বাসী।

মন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে। এর একটি হচ্ছে সাইবার ক্রাইম। আমাদের এই সাইবার ক্রাইমও মোকাবিলা করতে হবে। এখন পেনাল কোডের অনেক অপরাধ আছে যেগুলি আর ফিজিক্যালি করা হয় না, কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়ালি করা হয়।

এছাড়াও ওটিটি প্ল্যাটর্ফম নিয়ে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আনিসুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার পর কিছু মিস ইউজ যে হয়নি তাতো না। এজন্য ২০১৯ সালে একটি সেল গঠন করা হয়েছে।

এ সময় মন্ত্রী এলআরএফ থেকে প্রথমবারের মতো দেওয়া ‘এলআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তোলে দেন তিন সাংবাদিকের হাতে।

পুরস্কার পাওয়া তিন সাংবাদিক হলেন- টেলিভিশন শাখায় মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক নূর সিদ্দিকী ও প্রিন্ট মিডিয়া শাখায় দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. কবির হোসেন এবং অনলাইন মিডিয়া শাখায় জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ ফজলুল হক মৃধা।

এলআরএফের বিদায়ী সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন ও নতুন সাধারণ সম্পাদক আহামেদ সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন সচিব মো. গোলাম সারওয়ার এবং যুগ্ম-সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, এলআরএফের নতুন সভাপতি আশুতোষ সরকারসহ নতুন ও বিদায়ী কমিটির নেতা এবং ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।