• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত

ছদ্মবেশে গাজীপুর ও নীলফামারীর হাসপাতালে দুদকের অভিযান

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

চিকিৎসাসেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার ছদ্মবেশে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল ও নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ঔষধপত্র সরবরাহ এবং আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক টিম।

এর আগে গতকাল একই অভিযোগে ঢাকার শের-ই-বাংলা নগরের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদাভাবে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট টিম।

সোমবার (২৯ এপ্রিল) দুদকের গাজীপুর ও রংপুর সমন্বিত জেলা কার্যালয় হতে অভিযান পরিচালিত হয়।

জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

দুদক সূত্রে জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে  হাসপাতালের মরদেহ পরিবহনকারী গাড়ি ক্রয়ের পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ঔষধপত্র সরবরাহ এবং আউটসোর্সিং এ জনবল নিয়োগসহ অন্যান্য খাতে টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগ সংশ্লেষে প্রাথমিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয়সংক্রান্ত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। সংশ্লিষ্ট সকল রেকর্ড সংগ্রহ ও যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক টিম।

অন্যদিকে নীলফামারী জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের দুদকের রংপুর এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুদক টিম ছদ্মবেশে নীলফামারী জেনারেল হাসপাতালের পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং আগত সেবাগ্রহীতাদের নিকট হতে সেবার মানের বিষয়ে তথ্য সংগ্রহ করে। হাসপাতালের হাজিরা খাতা ও বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনায় এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ও অন্যান্যদের বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় সেবা প্রদানে বিঘ্ন ঘটছে বলে টিমের নিকট প্রতীয়মান হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।