• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিনা টিকিটে ভ্রমণ, একদিনে আদায় ১০ লাখ টাকা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

সারাদেশে বাস ধর্মঘট থাকায় ট্রেনে যাত্রীর চাপ বাড়ে। এ পরিস্থিতিতে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ৫টি রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযান চালায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক দফতরের ভ্রাম্যমাণ আদালত।

 এসময় ২১টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে একদিনে ১০ লাখ ৩ হাজার ২৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।  

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

রোববার (৭ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন খুলনা, রাজবাড়ি, ঈশ্বরদী জংশন, রাজশাহী বঙ্গবন্ধুসেতু (পশ্চিম) পার্বতীপুর স্টেশনে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনে ব্লক চেকিং করা হয়।

ঝটিকা অভিযান চালানো আন্তঃনগর ট্রেনগুলো হলো-পদ্মা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস।  
 
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে রাজশাহীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক উৎপল কুমার কর্মকার, আব্দুস সালাম সেলিম, সাব্বির হোসেন, সুমন আলী, নাসির উদ্দিন, ঈশ্বরদীর আব্দুল মাবুদ, ইয়াসির আরাফাত, গোলাম কিবরিয়া, বরকতউল্লাহ আল-আমিন, আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, হাসিবুর রহমান, খুলনার  মনোয়ার হোসেন, এনায়েত হোসেন, আল মামুন, ইব্রাহিম হোসেন, ইলিয়াস হোসেন, পার্বতীপুরের রায়হান কবীর, নাসিমুল হক, আশিকুর রহমান, রাসেল মিয়া, রাজবাড়ির মকলেছুর রহমান, এনামুল হক, বিশ্বজিৎ বিশ্বাস, আব্দুল হালিম।  

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)  নাসির উদ্দিন জানান, সারাদেশে বাস ধর্মঘট থাকায় ট্রেনে যাত্রীদের চাপ বাড়ে। যাত্রী দ্বিগুণ হওয়ার কারণে কোচ সংখ্যাও বাড়ানো হয়। এ অবস্থায় বেশ চাপ সামলাতে হয়েছে রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের বাণিজ্যিক বিভাগের কর্মচারীদের।

ডিসিও নাসির উদ্দিন আরও জানান, একদিনে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ২১টি ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এতে ৩ হাজার ৫৫০ যাত্রীর কাছ থেকে ভাড়া ৭ লাখ ১২ হাজার ১৮০ টাকা, জরিমানা ২ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সর্বমোট ১০ লাখ ৩ হাজার ২৪০ টাকা রাজস্ব আয় হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই রেলওয়ে কর্মকর্তা।