• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

শাহজালালে হীরকখচিত দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হীরকখচিত দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিম ইউনিট। এ সময় শাহজাহান মিয়া নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রী শাহজাহানের বাড়ি হবিগঞ্জে। সোমবার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য জানান ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার (প্রিভেনটিভ) সানোয়ারুল কবীর।

তিনি জানান, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী শাহজাহান মিয়া। এরপর তিনি ইমিগ্রেশন শেষ করে ২৩২ গ্রাম স্বর্ণের দুটি বারের ব্যাগেজ ঘোষণা দেন। ঘোষণার বিপরীতে প্রযোজ্য শুল্ক কর পরিশোধও করেন তিনি। এছাড়া যাত্রীকে ৯৬ গ্রাম স্বর্ণালংকার আনার জন্য ব্যাগেজ সুবিধা দেওয়া হয়।

শুল্ক-কর পরিশোধ ও ব্যাগেজ সুবিধা নিয়ে যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। ব্যাগেজ স্ক্যানিংকালে যাত্রীর ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে যাত্রীর ব্যাগ থেকে ঘোষণা বহির্ভূত হীরক ও অন্যান্য পাথর খচিত স্বর্ণের ১৮টি নেকলেস ও একটি চেইন (স্টোন ও ট্যাগসহ ৭১৪ দশমিক ৮৭৬ গ্রাম), ২৭৮টি আংটি (স্টোন ও ট্যাগসহ ১৫১০ দশমিক ৩২ গ্রাম), ছয়টি চেইন (স্টোন ও ট্যাগসহ ৩১.৯৯ গ্রাম) উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি ২৫৭ দশমিক ১৮৬ গ্রাম।

সানোয়ারুল কবীর আরও জানান, ওই যাত্রীর ঘোষণা দেওয়া ও শুল্ক পরিশোধ করা দুটি স্বর্ণের বার রয়েছে, যার ওজন ২৩২ গ্রাম। এছাড়া ব্যাগেজ সুবিধায় ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ জব্দ করা স্বর্ণের ওজন দুই কেজি ৫৮৫ দশমিক ১৮৬ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কাস্টম হাউজের এই কর্মকর্তা।