• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীতে পণ্য সরবরাহের কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৩ মে ২০২২  

পুলিশ ও সশস্ত্র বাহিনীতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী চাল, ডাল সরবরাহের কথা বলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য নিতেন। অগ্রিম দিতেন পঞ্চাশ শতাংশ টাকা। এভাবে প্রথমে ব্যবসায়ীদের বিশ্বাস অর্জন করেন। কিন্তু কয়েক মাস পরই আটকে দেন টাকা। এভাবে অন্তত ৫০টি প্রতিষ্ঠানের প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অ্যাসেট গ্রুপ নামের কথিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আনোয়ারকে। পুলিশ বলছে, খোলা বাজারে পণ্য সামগ্রী বিক্রি করে দিতেন এমডি।

রোববার (২২ মে) মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অনেক ভুক্তভোগী এসেছেন আইনি প্রতিকার পেতে। কারও এক কোটি, কারও পাঁচ কোটি আবার ১০ কোটি টাকা নিয়ে উধাও অ্যাসেট গ্রুপ নামের কথিত এ প্রতিষ্ঠান।

ভুক্তভোগী সবাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। অ্যাসেট গ্রুপে তারা চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করতেন। পুলিশ, আনসার ও সশস্ত্র বাহিনীতে অ্যাসেট গ্রুপ তালিকাভুক্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর ডিস্ট্রিবিউটর বা ঠিকাদার এমনটিই জানতেন তারা।

প্রথম কয়েক কিস্তির ৫০ শতাংশ টাকা নগদ পরিশোধ করলেও আটকে দেয়া হয় বাকি টাকা। উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা।

এরপর মামলা তদন্ত করতে গিয়ে সত্যতা পায় গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আনোয়ারকে। পুলিশ বলছে, অন্তত ৫০টি প্রতিষ্ঠানের প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চলে যান তৌহিদ।

পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দিতেন তিনি। পুলিশ কিংবা সশস্ত্রবাহিনীতে পণ্যসামগ্রী সরবরাহের পুরো বিষয়টিই ভুয়া।

ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, মালগুলো সে খোলা বাজারে বিক্রি করে। এক কোম্পানি থেকে জিনিস নেয়ার ক্ষেত্রে আগে রেফারেন্স ব্যবহার করে, এরপর জিনিস নেয়। শুধু তাই নয়, বিভিন্ন রকম কর্মকর্তাদের সে নিয়োগ দেয় আকৃষ্ট করার জন্য। তারা সুন্দর ইংরেজিতে কথা বলে মানুষদের আকৃষ্ট করে।

কথিত এই প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।