• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে

দৃশ্যমান হচ্ছে শেখ হাসিনা ফোর লেন সংযোগ সড়ক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

পটুয়াখালী প্রতিনিধি 
ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পায়রা বন্দর ভিত্তিক দেশের প্রথম আরসিসি ফোর লেন সড়ক। এরসাথে আলোকিত হচ্ছে পায়রা বন্দর। উম্মোচিত হচ্ছে পায়রা বন্দর ভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। প্রায় ২৫৫ কোটি ব্যায়ে পাঁচ দশমিক ছয় কি.মি এ সড়কের র্নিমান কাজ সমাপ্ত হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এমন লক্ষ্যমাত্র নিয়েই দিনরাত চলছে র্নিমান কাজ। সড়কটি র্নিমানের ফলে পায়রা বন্দর থেকে নৌ-পথের পাশাপাশি সড়কপথেও পণ্য খালাসের পথ সুগম হচ্ছে।
দেশে বিদ্যমান বন্দরের পাশাপাশি আরেকটি গভীর সমুদ্র বন্দর নির্মানের অংশ হিসাবে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী নদীর পাড়ে স্থাপিত হয় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। ২০১৩ সালের ১৯ নভেম্বর এর র্নিমানের কাজের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অপারেশনাল কার্যক্রম পরিচালনার আনুসঙ্গ সমাপ্ত করে ২০১৬ সালের ১৩ আগস্ট পায়রা বন্দরের পন্য খালাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দেশী অমদানীকারকদের আগ্রহেই নৌ-পথকে ব্যবহার করে শুরু হয় বন্দরের পন্য খালাস প্রক্রিয়া। একই সঙ্গে সড়ক পথ ব্যবহারের প্রয়োজনীয়তায় পায়রা বন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়কের রজপাড়া পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১লা জানুয়ারী শেখ হাসিনা ফোর লেন সড়ক র্নিমান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। 
বন্দর সূত্র জানায়, পাঁচ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ ২৪ মিটার প্রস্থ আধুনিক সুবিধা সংবলিত এ সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাস্তাটি কংক্রিটের নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ নৌ-বাহিনী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করছে। সড়কটি নির্মাণ করতে অধিগ্রহন করা হয়েছে ৫৮ একর জমি। সড়কের উভয় পাশে বৃক্ষ রোপন, প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়ন করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সুত্র নিশ্চিত করেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই করা হয়েছে এ ফোর লেন সড়কের নামকরন।    
শেখ হাসিনা ফোরলেন সড়ক উদ্ভোধনের সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এবং পরিকল্পায় নির্মিত হয়েছে দেশের তৃতীয় পায়রা বন্দর। এই বন্দরের নামকরনও তিনি করেছেন। পায়রা শান্তির প্রতীক তাই বন্দরের নাম দিয়েছেন পায়রা বন্দর। 
পটুয়াখালী চেম্বর অব কমার্স এর সভাপতি মহিউদ্দি আহমেদ বলেন, প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাতহানে উপকূলীয় এ জনপদে। বারবার এমন দুর্যোগের হানায় মানুষ হয়ে পড়েছিল বিপর্যস্ত। কৃষি নির্ভর অর্থনীতিতে সম্পৃক্ত মানুষ আর্থিক দিক দিয়ে হয়ে পড়েছিল পঙ্গু। ব্যবসা বানিজ্যে নেমে পড়েছিল স্থবিরতা। একসময়ের শষ্য ভান্ডার খ্যাত এ জনপদ হয়ে পড়েছিল অবহেলিত। ঠিক সে সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তৃতীয় পায়রা সমুদ্র বন্দর র্নিমান করেন। তিনি আরো বলেন, নৌ-পথের পাশাপাশি সড়ক পথে পন্য খালাস প্রক্রিয়া শুরু হলে আরো বেগবান হবে পায়রা বন্দরের কার্যক্রম। পায়রা বন্দরকে ঘিরে দেশের উন্নয়নের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন তা পরিপুরন হবে।