• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনের সময় বন্দুক হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার শার্লট শহরের একটি বাড়িতে এক অপরাধীকে ধরার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর গুলি চালানো হয়। এতে চার কর্মকর্তা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, অন্তত একজন সন্দেহভাজন হামলাকারীকে একটি বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দুজন হামলাকারী জড়িত ছিল।

বন্দুক হামলায় হতাহত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে ওয়ারেন্ট নিয়ে সেখানে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সে সময়ই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস একটি সংবাদ সম্মেলনে বলেন, কর্মকর্তাদের দিকে গুলি ছোড়া হলেও তারাও পাল্টা গুলি চালায়। সে সময় বাড়ির ভেতরে থেকে তাদের ওপর অনবরত গুলি ছোড়া হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আজ আমরা আমাদের কয়েকজন বীরকে হারালাম যারা আমাদের সম্প্রদায়কে নিরাপদে রাখতে কাজ করে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, গত ৩০ বছরে এমন ভয়াবহ হামলা তিনি আর দেখেননি।

পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে অবস্থান করা অপর দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নর্থ ক্যালিনার গভর্নর রয় কপার নিশ্চিত করেছেন যে, নিহত কর্মকর্তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক সংশোধন বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জনি জেনিংস বলেন, আজকের নৃশংস হামলায় হতাহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের কর্মকর্তা জোশুয়া আয়ার নিহত হয়েছেন। তিনি ছয় বছর ধরে এই বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

শার্লটের মেয়র ভি লিলেস জানিয়েছেন, এই হামলার বিষয়ে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।