• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

গলাচিপা প্রতিনিধিঃ 

করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে ১৭'ই এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের মাঝে (জাপানি তৈরি) স্বাস্থ্য সুরক্ষায় ৭০ টি উন্নত মানের পিপিই ডাক্তার মো. মনিরুল ইসলামের কাছে প্রদান করেন।

ডাক্তারদের উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা প্রধান অতিথি হিসেবে বলেন, আপনাদের সুরক্ষায় সরকার আছে, জনগণের সুরক্ষায় আপনারা থাকবেন। তিনি মানবিক মূল্যবোধ ও দলমত নির্বিশেষে সকল মানুষের সহায়তার জন্য এবং বৃত্তবানদের এই জরুরী পরিস্থিতিতে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। তার পূর্বে এমপি মহোদয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা বাবদ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২শত পরিবারের মাঝে দলীয় প্রতিনিধি মাধ্যমে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি উপজেলা দরবার হলে উপজেলা নিবার্হী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এর আয়োজনে ও উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ এর সভাপতিত্বে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা প্রধান অতিথি হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় এবং জনগনকে ঘরে থাকার বিষয়টি জরুরী সিদ্ধান্ত গ্রহন এবং সরকারের সর্বশেষ নির্দেশনা বাস্তবায়ন করা, গরিব অসহায়দের নামের সঠিক তালিকা প্রনয়ন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা সহ নানাবিধ প্রস্তাব এবং যথাযথ ভাবে কার্যকর করার বিষয় তিনি উপজেলা আ’লীগ সভাপতি ও সাধারন সম্পাদক, পৌর মেয়র সহ সকল জনপ্রতিনিধি, সরকারী কর্মকতা, পুলিশ বাহিনী ও ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের প্রতি, মানবিক দৃষ্টিকোন থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনাকে বাস্তবায়নের অনুরোধ করেন।

সভায় ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। সভায় সার্বিক ভাবে সরকারের করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিস্থিতির আপ-গ্রেড বিষয়ে আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, সকল জনপ্রতিনিধি, ইউপি সদস্য, চৌকিদারদের নিজ নিজ বাড়ীতে ত্রাণের চাল না রাখার জন্য অনুরোধ করেন। এছাড়া উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে এবং দূর্যোগ কালীন কল্যাণ তহবিলে মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা নিজ তহবিল থেকে তাৎক্ষনিক ভাবে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, পানপট্টি চেয়ারম্যান আবুল কালাম, আমখোলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।