• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের সুযোগ নেই, যথাসময়ে সম্পন্ন হবে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

পটুয়াখালী প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায় কিংবা বিদেশী রাস্ট্রদূতদের কোন চাপ কমিশনের উপড় নেই। বিভিন্ন দূতাবাসের হাইকমিশনাররা নির্বাচন নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন সেটি সরকারের বিষয়। এনিয়ে কমিশন কোন মন্তব্য করবেনা। বুধবার বেলা সাড়ে ১২টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্ভোধনকালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার অরো বলেন, বিদ্যমান ইভিএম মেশিনের মাধ্যমে ৫০টি আসনে ভোটগ্রহন সম্ভব। মেশিনের জন্য সরকারের কাছে প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। মধ্য জানুয়ারীর মধ্যে প্রস্তাবনাটি অনুমোদিত হলে সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের সুযোগ নেই। যথাসময়ে ব্যালট পেপারের মাধ্যমে কমিশন নির্বাচন ভোটগ্রহনে সম্পূর্ন সক্ষম।

বিএনপি’র নির্বচনে অংশগ্রহন নিয়ে সিইসি বলেন, বিএনপি একটি গুরুত্বপূর্ন রাজনৈতিক দল। বিএনপি অংশ নিলে নির্বাচন আরো আনন্দমুখর হবে।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর  আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের  ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিক।

এছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ, মির্জাগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতত ছিলেন।