• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

গলাচিপায় ডেঙ্গুর বিস্তার রোধে ইউএনও’র সামজিক উদ্যোগ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ দেশব্যাপী আতঙ্কের নাম এখন ডেঙ্গু। প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। অথচ দেশবাসী একটু সচেতন হলেই বাঁচতে পারে ডেঙ্গুর হাত থেকে। সেই ডেঙ্গু নিধনের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে উলানিয়া বন্দর মাছ বাজারের পাশে জমে থাকা ময়লার স্তুপ পরিষ্কার করতে নেমে পড়লেন ইউএনও মহিউদ্দিন আল হেলাল।

নিজ হাতেই পরিস্কার করলেন দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তুপ। ছুটির দিনে নিজ পরিবারের সাথে সময় না কাটিয়ে এমন জন সচেতনাতামূলক কাজে অংশ নেয়ায় প্রশংসায় ভাসছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল। পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামাজিক ও সচেতনামুলক ভূমিকা পালন করছেন মো. মহিউদ্দিন আল হেলাল। তার এমন উদ্যোগে যেমন সচেতনতা বৃদ্ধি পেয়েছে তেমনি উপজেলায় ডেঙ্গরি প্রভাব কমে পরিলক্ষিত হচ্ছে।

এই কর্মসূচীর ধারাবাহিতকায় শনিবার (৩০ সেপ্টেম্বর) রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে ময়লার স্তুপ পরিস্কারে নিজেই অংশগ্রহণ করেন। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”-এই শ্লোগান কে বুকে ধারণ করে বিডি ক্লিন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সহযোগিতায়, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় যুবকদের নিয়ে উলানিয়া বন্দরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি। বিডি ক্লিনের শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে বাজারের বিভিন্ন পয়েন্টে হ্যান্ড মাইক নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেয়া হয় ব্যবসায়ী ও স্থানীয় জনগণের কাছে। এ কাজে অংশ নেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান শাকিল, আরিফুজ্জামান আরিফ, স্থানীয় ইউপি সদস্যরা, যুবক সমাজ, ব্যবসায়ী, সিপিপি এর সদস্যরা, উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও বিডি ক্লিন গলাচিপার সকল সদস্যরা।
প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এমন কাজ দেখে মুগ্ধ হন সাধারণ মানুষ। এ নিয়ে সর্ব মহলের মানুষের কাছে তিনি প্রশংসিত। পরে ময়লার স্তুপ পরিস্কার করে জীবানু নাশক পাউডার ও মশক নিধন ঔষধও ছিটানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এ অভিযানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এমন একটি উদ্যোগ নেয়ায় উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, পরিস্কার করে ওই স্থানটিতে বৃক্ষ রোপণ করা হবে। পাশাপাশি আর যেন ময়লা ফেলা না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। এছাড়াও একটি ময়লা ফেলার ডাম্পিং স্টেশন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। শুধুমাত্র ময়লা পরিষ্কার করা তাদের উদ্দেশ্য নয়, এর মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান তিনি। যাতে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করে।