• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মনোনয়ন বিক্রিতে দলগুলোর আয় ৩৩ কোটি টাকা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

 

 রাষ্ট্রীয় আইন ও নাগরিক অধিকার প্রণয়নে সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছেন রাজনৈতিক দলগুলোর প্রায় ১৩ হাজার প্রার্থী। আর এসব মনোনয়নপত্র বিক্রি থেকে দলগুলোর আয় হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা।

মনোনয়নপত্র বিক্রির হিসাব অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী ১৩ জন, বিএনপির ১৫ জন ও জাতীয় পার্টির ৯ জন প্রার্থী। দলের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই তাদের মনোনয়ন পাওয়া নিয়ে আশাবাদী। এমনকি জনসংযোগও করছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি। প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা; সে হিসাবে এ খাতে দলটির আয় হয়েছে ১২ কোটি ৬৯ লাখ টাকা। 

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির হিসাবে, ৩০০টি সংসদীয় আসনে প্রতি আসনের বিপরীতে ১৩ জন প্রার্থী হয়েছেন। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের প্রার্থী চূড়ান্ত। তবে জোটের সঙ্গে সমঝোতার পর তা প্রকাশ করা হবে। 
 
এদিকে প্রায় এক দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি ফরম বিক্রিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। সংসদ নির্বাচনে অংশ নিতে দলটির ৪ হাজার ৫৮০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম কিনেছেন। 

মনোনয়নপত্র কেনার সময় নেতাদের কাছ থেকে ৫ হাজার টাকা ফি নিয়েছে বিএনপি। তবে জমা দেওয়ার সময় আরও ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। মনোনয়ন বিক্রি ও জমা থেকে দলটির আয় হয়েছে ১৩ কোটি ৭৪ লাখ টাকা। প্রতি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী প্রায় ১৫ জন।

বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ৪ হাজার ৫৮০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। 

তবে কী পরিমাণ মনোনয়নপত্র জমা হয়েছে তার সঠিক হিসাব দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি। 
 
দলীয় সূত্র জানায়, এবার দশম জাতীয় সংসদের বিরোধী দল হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও (জাপা) মনোনয়ন বিক্রিতে রেকর্ড গড়েছে। দেশজুড়ে জাপার ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম কিনেছেন। 

এবার প্রতি মনোনয়নপত্রের দাম ২০ হাজার টাকা করে নিয়েছে জাপা। প্রতিটি আসনে জাপার প্রার্থী ৯ জন।
 
যোগাযোগ করা হলে জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী  বলেন, আগে আমাদের এতো মনোনয়ন ফরম বিক্রি হয়নি। এ খাতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকা। 

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গণফোরামের হয়ে নির্বাচনে লড়তে ৩৫০জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম নিয়েছেন। প্রতি মনোনয়নপত্রের দাম ৫ হাজার টাকা হিসাবে এবার দলটির আয় হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার টাকা।
 
জাসদ (ইনু) থেকে মনোনয়নপত্র কিনেছেন ২৪৩ জন। প্রতিটির দাম ২ হাজার টাকা হিসাবে আয় হয়েছে ৪ লাখ ৮৬ হাজার টাকা।
  
এবার নির্বাচনে অংশ নিতে আ স ম রবের দল জেএসডি থেকে ৫৪৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিটির দাম ৫ টাকার হিসাবে দলটির আয় হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। 

এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারার প্রতিটি মনোনয়নপত্রের দাম ২০ টাকায় কিনেছেন ১৫০ জন নেতা। বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ৬০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রতিটির দাম ১০ হাজার টাকা হওয়ায় এ খাত থেকে দলটির আয় হয়েছে ৬ লাখ টাকা।