• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলবে আওয়ামী লীগ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

 


 একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে ইশতেহার প্রণয়ন উপকমিটির সভার সূচনা বক্তব্যে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এখন ক্যাম্পেইনের উপরে নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইশতেহার একটা ক্যাম্পেইনের বিষয়। তাই কমিশন যখন প্রতীক বরাদ্দ করবে তারপর কিংবা এক দুইদিন পর দলীয় প্রধান শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন।’
ইশতেহারের স্লোগান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ইশতেহারের জন্য আমরা কয়েকটি স্লোগান ঠিক করেছি। ওইসব স্লোগানের ভেতর থেকে যেকোন একটি স্লোগান আমাদের দলীয় সভাপতি শেখ হাসিনা সিলেক্ট করবেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আমরা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাব। আশাকরি, ইশতেহার জনগণের কাছে প্রশংসিত হবে। জনগণ আওয়ামী লীগের নির্বাচনী কৌশলকে সাদরে গ্রহণ করবে।
আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারের মূল লক্ষ্য হবে উন্নয়নের মহাসড়কের গতিকে আরও বেগবান করা, তরান্বিত করা। নির্বাচনি ইশতেহারের মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৮ থেকে আরও বাড়ানো। আমরা দারিদ্র্য বিমোচন করেছি, এই ধারা অব্যাহত রাখতে চাই।
তিনি বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়ার ভাবনাগুলো আসবে ইশতেহারে। আগামীতে আমাদের চ্যালেঞ্জ হবে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। দুর্নীতি প্রতিরোধে কী কৌশল হবে সেটা আমরা বলার চেষ্টা করবো।
রাজ্জাক বলেন, আগামী দিনের তরুণ সমাজ নিয়ে আমরা কী ভাবছি- তরুণ সমাজকে উন্নয়নের সাথে, দেশ পরিচালনার সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়, সেটা জনগণের সামনে তুলে ধরা হবে। কৃষিক্ষেত্রে এবং শিল্পায়নের উন্নয়ন কিভাবে আমরা করবো, তার বিস্তারিত তুলে ধরা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।