• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কোচ হচ্ছেন না টেইট, তুষার ইমরান বাদ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪  

গত বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে স্থায়ীভাবে নেই পেস বোলিং কোচ। আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচও নেই লম্বা সময় ধরে। এই দুই পদসহ কোচিং স্টাফের অন্য অনেক পদেই লোক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এজন্য বিসিবির পক্ষ থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। তারা আবেদন করা কোচদের একটি সংক্ষিপ্ত তালিকা করে মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নিয়েছেন। এদের মধ্যে ছিলেন দেশি কোচ তুষার ইমরানও। নিয়োগ কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, পরে আবেদন করায় নেই তুষার।

দুর্জয় বলেন, ‘ব্যাটিং কোচ এবং আমাদের যে পেস বোলিং কোচ তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দুয়েকজন ইতোমধ্যে আমাদের এখানে কাজ করছেন, স্টুয়ার্ট ল, ডেভিড হ্যাম, আবার পেস বোলিং কোচ আমাদের এইচপির কলিমোর ছিল। এর বাইরেও দু'একজন ছিল যাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। ’

প্রার্থীদের কাছে কী জানতে চাওয়া হয়েছে? দুর্জয় এ নিয়ে বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে এবং কাজ করতে আগ্রহী, বেশ কয়েকজন আবেদনকারীর আমরা প্রাথমিক ইন্টারেস্ট (দেখলাম), তাদের ওয়ে অব ওয়ার্ক বা বাংলাদেশের কনটেক্সটে কীভাবে তারা কাজ করতে চায়, সে জিনিসগুলোর ওপরই মূলত আমাদের ইন্টারেস্টটা ছিল। ’

বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। কিন্তু তিনি আবেদন করেও পরে নাম সরিয়ে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করবেন টেইট। এছাড়া দেশি মাহবুবুল আলম জাকিসহ আরও কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি।
 
দুর্জয় বলেন, ‘টেইটের বাইরেও ছিল। অস্ট্রেলিয়ার দুই-একজন ছিলেন। আমাদের দেশীয় একজন ছিলেন। মাহবুব আলী জাকি। উনিও আজ সাক্ষাৎকার দিয়েছেন। আমরা ব্যাটিং এবং ফাস্ট বোলিং কোচের ইন্টারভিউ নিয়েছি। ’