• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী

কোড অব কন্ডাক্ট ভঙ্গ হলে শাস্তি পেতে হবে হাথুরুসিংহকে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সার্বিক মান ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার এমন প্রতিক্রিয়ায় ক্ষেপেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বোর্ডের নিয়মানুযায়ী কোড অব কন্ডাক্ট ভঙ্গ হলে কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তোলেন এভাবে, ‘বাংলাদেশে উপযুক্ত কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটা শুনতে খুবই অস্বাভাবিক লাগবে। কিন্তু আমি যখন বিপিএল দেখি, অনেক সময় টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো ওই মানের মধ্যেই পড়ে না।’

জাতীয় দলের কোচ হয়ে বিপিএল নিয়ে এমন অযাচিত মন্তব্য করতে পারেন কিনা হাথুরুসিংহে, এ প্রসঙ্গে জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেন, “একজন বিদেশি কোচ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত। গঠনমূলক সমালোচনা গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে হতে পারে। কিন্তু বিসিবিতে চাকরি করে এবং একজন বিদেশি কোচ হয়ে কেউ বলবে, ‘বিপিএলের এত বাজে অবস্থা যে টিভি বন্ধ করে দিচ্ছি’, এটা তার কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে কিনা দেখতে হবে।”

বোর্ড সভাপতি যোগ করেছেন, ‘এখন পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখিনি। তবে এটা স্পষ্ট যে, একটি টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, তাও পূর্ব অনুমতি এবং কোনও ধরনের ক্ষমতা ছাড়া। বিশেষ করে কোচ, নির্বাচক কিংবা খেলোয়াড়ের মতো পদে যারা আছেন, তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে যে, তারা মিডিয়ায় কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

যদিও পুরো বিষয়টি না জেনে হাথুরুসিংহের ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে চান না বোর্ডপ্রধান। তবে কোচ নিয়ম ভঙ্গ করলে অবশ্যই শাস্তি পেতে হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘প্রথমে দেখতে হবে সে (হাথুরুসিংহে) কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, সে কোনও জায়গায় এমন কিছু বলেছে কিনা যা ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড়, বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা নেতিবাচক বার্তা বহন করে। সেক্ষেত্রে অবশ্যই তাকে জিজ্ঞাসার আওতায় আনা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

তবে তার আগে সবকিছু জানতে চান বোর্ড সভাপতি, ‘প্রথমে আমার জানতে হবে আপনারা যেটা বলেছেন, সেই বিষয়ে কোচ মূলত কী বলেছে। সেটা যদি না জানি তাহলে মন্তব্য করা কঠিন। এ বিষয়ে কথা বলতে এখনই আবারও বিসিবিতে যাচ্ছি। শুধু ঘটনাটা জেনেই চলে এসেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, মন্তব্য করার আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা। যদি অনুমতি নেওয়া হয়ে থাকে তবে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে, সেই প্রশ্ন এসে যায়। এ বিষয়গুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই বিষয়টি জানতে যাচ্ছি। এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারবো।’