• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অখ্যাত মায়োর্কার মাঠে রিয়ালের প্রথম হার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

ছয় মৌসুম পর এবার স্পেনের শীর্ষে লিগে ফিরেছে মায়োর্কা। নিজেদের মাঠে গতকাল রাতে স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় তারা। অখ্যাত এ ক্লাবটির বিপক্ষে চলতি মৌসুমে লিগে নিজেদের প্রথম হারের স্বাদ পায় রিয়াল।

আইবেরোস্টার এস্তাদিওতে রিয়ালকে স্বাগত জানায় মায়োর্কা। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এক গোল দিয়ে রিয়াল ভক্তদের চমকে দেয় তারা। শেষপর্যন্ত আর গোল শোধ করতে না পারায় ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের।

মায়োর্কার বিপক্ষে গ্যারেথ বেল ও ইডেন হ্যাজার্ডসহ দলের নিয়মিত একাদশের অনেক তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। মাঠের পারফরম্যান্সেও সে অভাব দেখা গেছে। দ্বিতীয় মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় রিয়াল মাদ্রিদ। তবে ইসকোর দুর্বল শট ফিরিয়ে দিতে কোনো সমস্যা হয়নি মায়োর্কা গোলকিপারের।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতি আক্রমণে আলেইশ ফেবাসের কাছ থেকে বল পেয়ে কাট করে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে বুলেট গতির আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লাগো জুনিয়র। এরপর এলোমেলো ফুটবল খেলা রিয়ালের প্রথমার্ধে আর সমতায় ফেরা সম্ভব হয়নি।

বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিলেন রিয়ালের রদ্রিগো। তবে স্বাগতিক এক ডিফেন্ডারের প্রচেষ্টায় তার গোলের সুযোগ নষ্ট হয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার আলভারে ওদ্রিও সোলা। দশ জনের দল নিয়ে দারুণ সব চেষ্টা চালালেও গোল শোধ করা সম্ভব হয়নি। ফলে লিগে প্রথম হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে।

এ ম্যাচে জিতলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতো রিয়াল। উল্টো হারের পর ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে গ্রানাডা।