• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

বাংলাদেশসহ চার দেশে টিকা রপ্তানি শুরু করেছে ভারত

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

দেশের শতকরা কমপক্ষে ৭৭ ভাগ মানুষকে করোনা ভাইরাসের কমপক্ষে এক ডোজ টিকা দেয়ার পর বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশে টিকা রপ্তানি শুরু করেছে ভারত। অন্য দেশগুলো হলো মিয়ানমার, নেপাল ও ইরান। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য জম্মুতে নৈশকালীন নতুন কারফিউ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ বছর এপ্রিল-মে সময়ে ভারতে দ্বিতীয় দফা করোনা ঢেউ আঘাত হানে। তাতে ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেয়। আভ্যন্তরীণ চাহিদা মিটানোর জন্য বাণিজ্যিক চুক্তি স্থগিত করে কর্তৃপক্ষ।

তবে অ্যাক্সিওস ওয়েবসাইটকে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আধার পুনাওয়ালা এ সপ্তাহে বলেছেন, তিনি আশা করছেন কোভিশিল্ড নামের টিকার ডোজ আফ্রিকার দেশগুলোতে পৌঁছে যাবে শিগগিরই। কারণ, ভারত এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে রপ্তানি শুরু করেছে। এর মধ্যে প্রথম ডোজের লট আফ্রিকায় অবতরণ করেছে। আধার পুনাওয়ালা বলেন, আমি মনে করি ১০ই নভেম্বরের মধ্যে প্রথম ডোজ সরবরাহ পৌঁছে যাওয়ার কথা আফ্রিকায়। তিনি বলেন, শিপমেন্ট শুরু হলেই প্রতি মাসে প্রায় ৩ কোটি ডোজ টিকা যুক্ত হবে কোভ্যাক্সে।

ভারতে এখন বেশ কিছু টিকা পাইপলাইনে আছে। এর মধ্যে আছে কোভাভ্যাক্স, কোরবেভ্যাক্স, জাইকোভডি, জেনোভাস এমআরএনএ। এগুলো অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে। সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম ৫ কোটি ডোজ এ সপ্তাহেই ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে ভারতের ডিসিজিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যুক্তরাষ্ট্রের এফডিএ’র পক্ষ থেকে সবুজ সঙ্কেতের ওপর নির্ভর করছে তা।

যদিও ভারত সরকার অধিক পরিমাণ ভারতীয়কে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার দিকে দৃষ্টি দিয়েছে, তবু সরবরাহে টান পড়বে বলে মনে হয় না। এই মুহূর্তে টিকা উৎপাদনকারীরা তাদের উৎপাদন কিছুটা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিশ্বের কাছে রপ্তানি বাড়াতে চায়। ওদিকে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরুর হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় টিকার যে স্বল্পতা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও তা ঘটতে পারে বলে ভয় আছে অনেকের। সরকারি সূত্রগুলো বলেছেন, টিকা সরবরাহ ধীরগতির হয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন উৎপাদন ধীর গতির কারণে।

ভারতে এখন বেশ কিছু টিকা পাইপলাইনে আছে। এর মধ্যে আছে কোভাভ্যাক্স, কোরবেভ্যাক্স, জাইকোভডি, জেনোভাস এমআরএনএ। এগুলো অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে। সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম ৫ কোটি ডোজ এ সপ্তাহেই ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে ভারতের ডিসিজিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যুক্তরাষ্ট্রের এফডিএ’র পক্ষ থেকে সবুজ সঙ্কেতের ওপর নির্ভর করছে তা।

যদিও ভারত সরকার অধিক পরিমাণ ভারতীয়কে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার দিকে দৃষ্টি দিয়েছে, তবু সরবরাহে টান পড়বে বলে মনে হয় না। এই মুহূর্তে টিকা উৎপাদনকারীরা তাদের উৎপাদন কিছুটা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিশ্বের কাছে রপ্তানি বাড়াতে চায়। ওদিকে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরুর হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় টিকার যে স্বল্পতা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও তা ঘটতে পারে বলে ভয় আছে অনেকের। সরকারি সূত্রগুলো বলেছেন, টিকা সরবরাহ ধীরগতির হয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন উৎপাদন ধীর গতির কারণে।

এক্ষেত্রে যদি সেরাম তাদের উৎপাদন বাড়িয়ে না দিতো, তাহলে ভারতে টিকাদান এতটা দ্রুত করা সম্ভব হতো না। মধ্য অক্টোবর পর্যন্ত ভারত বায়োটেক প্রায় ১১ কোটি ডোজ করোনার টিকা সরবরাহ দিয়েছে। পক্ষান্তরে সুপ্রিম কোর্টের কাছে সরকার ৪০ কোটি টিকা সরবরাহ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তৃতীয় টিকা হিসেবে রাশিয়ায় তৈরি স্পুটনিক-ভি অনুমোদন দেয় ভারত। তারাও উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

কারণ, রাশিয়া এক্ষেত্রে যথেষ্ট সরবরাহ দিতে পারছিল না। মধ্য অক্টোবর পর্যন্ত প্রতিশ্রুত ১০ কোটি ডোজ টিকার বিপরীতে তারা সরবরাহ দিয়েছে মাত্র ৪৫ লাখ ডোজ। এসব কারণে আফ্রিকা, লাতিন আমেরিকা এমনকি এশিয়ার বিশাল এলাকায় এখনও টিকা দেয়া সম্ভব হয়নি। তবে আগ্রাসীভাবে এগিয়ে এসেছে চীন। তারা বাজার দখল করছে, যদিও গরপড়তায় তাদের টিকার কার্যকারিতা কম। পক্ষান্তরে ভারত উৎপাদিত টিকা বিশ্বে ভাল অবস্থানে আছে।