• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

চীন থেকে এবার ছড়াচ্ছে অতি সংক্রামক ‘বিএফ.৭’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

চীনে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন ধরন ‘বিএফ.৭’, যা অতি সংক্রামক ও শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জোর দিয়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। একইসঙ্গে প্রাপ্তবয়স্কদের জরুরি ভিত্তিতে করোনার বুস্টার ডোজ নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

চীনের একজন চিকিৎসা বিশেষজ্ঞের বরাত দিয়ে সোমবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যম বেইজিং ডেইলির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে করোনার সংক্রমণ নিম্নমুখী ছিল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয় বিভিন্ন দেশে। তবে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভাইরাসটি। সম্প্রতি বিএফ.৭ নামে চীনে ওমিক্রনের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে।  

এরই মধ্যে চীনের সীমানা পেরিয়ে ভাইরাসের অতি সংক্রামক নতুন এ ধরনটি যুক্তরাষ্ট্র, ব্রিটনে, অস্ট্রেলিয়া এমনকি ভারতেও ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  

ওমিক্রনের নতুন এ ধরন যখন বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে, তখর আরও বেশি আতঙ্কের বার্তা শোনালেন চীনের একদল গবেষক। তারা জানান, ওমিক্রন বিএফ.ফাইভের তৃতীয় উপধরন বিএফ.৭। অনেক বেশি সংক্রামক এবং ধরনটিকে শনাক্ত করা বেশ কঠিন বলেও সতর্ক করেছেন তারা।

এটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, তাই সবার সুরক্ষায় আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। প্রাপ্তবয়স্কদের জরুরি ভিত্তিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বুস্টার ডোজ দেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

এর আগে ওমিক্রনের বিএফ.৭ শনাক্তের পর একদল বিশেষজ্ঞ জানিয়েছিলেন, এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আগে থেকে নেয়া প্রতিষেধক কার্যকর নাও হতে পারে। কারণ হিসেবে বলা হয়, ‘এটি অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি ক্ষমতাসম্পন্ন।’