• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্য উচ্চতায় আসীন করেছেন

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্য উচ্চতায় আসীন করেছেন। তার শাসনামলে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। বিমান বন্দর আন্তর্জাতিক মানের আধুনিকায়ন করা হয়েছে। বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতির পাশাপাশি সারা দেশে বিদ্যুৎতায়ন করেছেন। এলিভিভেটেট এক্সপ্রেস চালুর মাধ্যমে ঢাকা নগরীকে যেমন আধুনিকতার ছোয়া দিয়েছেন তেমনি দীর্ঘ দিনের যানজট নিরসন করেছেন। রেলের আধুনিকায়ন করেছেন। প্রত্যাশার পদ্মা সেতু চালু করে দক্ষিনাঞ্চলকে সারা দেশের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের আওতায় এনেছেন। সামাজিক সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন। এক সময়ের অবহেলিত জনপদ পটুয়াখালীতে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। পায়রা সমুদ্র বন্দরের পাশাপাশি মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত করেছেন পটুয়াখালীর গলাচিপায় গন শুনানী অনুষ্ঠানে এসব কথা বলেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা মিয়া।

আসন্ন জাতীয় সংসদ নিবাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা এদেশের গনতন্ত্র পুনুরূদ্ধার করেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে সরকা‌রি সেবা প্রা‌প্তির বিষ‌য়ে সাধারণ জনগণ ও বি‌ভিন্ন ভাতা‌ভোগী‌দের সা‌থে "গণশুনানি" অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি এস এম শাহজাদা।

কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাইনুল সিকদারের সঞ্চালনায় রোববার বেলা ১১টায় কলাগাছিয়া হাইস্কুলের হল রুমের এ গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শিবলী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার প্রমুখ।

গণশুনানিতে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন । দপ্তর অনুযায়ী এসব সম্যসার সমাধানের জন্য প্রশাসনের কাছে তুলে ধরেন।